ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘নোনতা বিস্কুট’-এর শহরে স্বাগতম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
‘নোনতা বিস্কুট’-এর শহরে স্বাগতম নোনতা বিস্কুট ব্যান্ডের অভিষেক অ্যালবাম ‘তোরই শহরে’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান (ছবি: সংগৃহীত)

‘নোনতা বিস্কুট? ব্যান্ডের নাম? এই সময়ে নতুন ব্যান্ড!’— এমন তীর্যক প্রশ্নের মুখে আত্মপ্রকাশ করলো গানের দলটি। ব্যতিক্রমী নাম আর গান দিয়ে তারা নিজেদের গুণের কথা জানান দিতে চায়। ব্যান্ড গঠনের কিছুদিনের মধ্যেই এলো তাদের অভিষেক অ্যালবামও।

নোনতা বিস্কুটের প্রথম অ্যালবামের নাম ‘তোরই শহরে’। প্রকাশ করেছে আজব রেকর্ডস।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাশিয়ান কালচারাল সেন্টারে মোড়ক উম্মোচন ও কনসার্ট হয়। এখানে উপস্থিত ছিলেন বেজবাবা সুমন, জয় শাহরিয়ার, বে অব বেঙ্গল, দ্য ট্রি, ব্লু জেন্সসহ আরও কয়েকটি ব্যান্ড।

‘তোরই শহরে’ অ্যালবামটি সাজানো হয়েছে আটটি গান দিয়ে। গানগুলো হচ্ছে— ‘তোরই শহরে’, ‘পরাধীন’, ‘অপূর্ণতা’, ‘তুমি মুখোশ’, ‘পৃথিবী সুন্দর’, ‘শিল্প আমার’, ‘অলস প্রহর’ ও লালনের গান ‘সহজ মানুষ’।

মৌলিক গানগুলোর ছয়টির কথা ও সুর মহান ফাহিমের। অন্য গান দু’টির একটি লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল শেখ ইশতিয়াক, আরেকটি লালনগীতি।  

অ্যালবাম প্রকাশের আগে থেকেই মঞ্চ পরিবেশনায় অংশ নিচ্ছে নোনতা বিস্কুট। কিছুদিন আগে টিএসসিতে ‘সঞ্জীব উৎসব’-এ গেয়েছে তারা। ব্যান্ডের সদস্য ও বেইসবাদক নাবিদ সালেহিন গত একুশে ফেব্রুয়ারিতে ১২ ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির সংগীতায়োজন করেন। মা দিবসে মাকে নিয়ে সাত ভাষায় গান তৈরি করেন।  

* ‘তোরই শহরে’ অ্যালবামের সব গান: 

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।