ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

ক্যামেরার সামনে অপু বিশ্বাস, তবে…

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০১, আগস্ট ১৭, ২০১৭
ক্যামেরার সামনে অপু বিশ্বাস, তবে… অপু বিশ্বাস, ছবি: বাংলানিউজ

বিরতির পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন নয়, দু’ একদিনের মধ্যে পুরনো একটি ছবির শুটিংয়ে অংশ নেবেন অপু। 

ছবিটিতে সহশিল্পী শাকিব হলেও, তাকে পাচ্ছেন না অপু। কারণ অসমাপ্ত ‘পাঙ্কু জামাই’ ছবিটিতে শাকিবের অংশের শুটিং শেষ।

এ ক্ষেত্রে পর্দা ও জীবনের জুটি কিংখানকে ছাড়াই দীর্ঘদিন পরে ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে অপুকে।  

এদিকে ছবিটির ডাবিংও করছেন অপু বিশ্বাস। ১৬ আগস্ট বিকেলে এফডিসিতে ডাবিং করার সময় এ ব্যাপারে বাংলানিউজের সঙ্গে কথা বলেন অপু।  

তিনি বলেছেন, ‘নতুন ছবি নিয়ে ফিরবো বলে প্রস্তুতি নিচ্ছি। শারীরিকভাবে যেন ফিট দেখায়, সে কারণে জিমে প্রচুর সময় দিচ্ছি। এরই মধ্যে পুরনো ছবির শুটিংয়ের জন্য শিডিউল দিয়েছি। শুক্রবার (১৮ আগস্ট) ছবিটির শুটিংয়ে অংশ নিতে পারি। ’

অপু জানান, যে দৃশ্যটির শুটিং হবে তাতে তার সহশিল্পী এটিএম শামসুজ্জামান। এদিকে এই শিল্পীর চোখে অপারেশন হওয়ার কথা। তিনি সময় দিতে না পারলে শুটিং পেছানো হবে।  

‘পাঙ্কু জামাই’ ছবিটি তৈরি করছেন মান্নান সরকার। রোমান্টিক ও কমেডি ধাঁচের গল্প নিয়ে এর দৃশ্যধারণ শুরু হয় বেশ আগে। অপুর অন্তর্ধানের কারণে আটকে ছিলো ছবির কাজ।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।