অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও শোকদিবস উপলক্ষে আগামী ২০ আগস্ট বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করবেন তিশা।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে এ ব্যাপারে তিশা বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে ছোটবেলায় গান গেয়েছি। তার সম্পর্কে ছোটবেলা থেকে জানছি, পড়ছি। রাষ্ট্রীয় আয়োজনে বড় পরিসরে তার সম্পর্কে কথা বলার সুযোগ পেয়ে আমি গর্বিত। সব মিলিয়ে আমি একটু নার্ভাসও। ’
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে দেখা যাচ্ছে, ওই অনুষ্ঠানে তিশার পাশাপাশি আরও বক্তব্য রাখবেন কথা সাহিত্যিক আনিসুল হক ও সাংবাদিক নাইমুল ইসলাম খান।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এসও