কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ নায়করাজের মরদেহে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, নায়করাজ রাজ্জাক পাঁচ দশক ধরে আমাদের চলচ্চিত্র জগতে অবদান রেখেছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১২টায় নায়করাজের মরদেহ শহিদ মিনারে আনা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জানানোর জন্য। সম্মিলিত সাংস্কৃতিক জোট নায়ক রাজ্জাকের অগণিত ভক্তদের জন্য এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় নায়করাজের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং হাজারো ভক্ত।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এসকেবি/এমজেএফ