ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আমি সবার হিরো, আমার হিরো তোমার বাবা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
‘আমি সবার হিরো, আমার হিরো তোমার বাবা’ নায়করাজ রাজ্জাক ও ফাহমিদা নবী

মাহমুদুন্নবীর গাওয়া অনেক গানে ঠোঁট মিলিয়েছিলেন নায়করাজ রাজ্জাক। সেসব গান এখনও মানুষের মুখে মুখে ফেরে। মাহমুদুন্নবী গত হয়েছেন বেশ আগে, সম্প্রতি চিরবিদায় নিলেন রাজ্জাক। 

মাহমুদুন্নবীর সুযোগ্যা কন্যা গায়িকা ফাহমিদা নবী। রাজ্জাকের জীবদ্দশায় তার সঙ্গে যোগাযোগ ছিলো, গেয়েছিলেন তার ছবিতেও।

দু’জনের দেখা হলে প্রসঙ্গ হিসেবে আসতো মাহমুদুন্নবীর নাম। নায়করাজ ফাহমিদাকে বলতেন, ‘…আমি সবার হিরো। কিন্তু আমার হিরো তোমার বাবা!’

রাজ্জাককে নিয়ে ফাহমিদা এমনই কিছু স্মৃতির কথা ভাগাভাগি করেছেন ভক্তদের সঙ্গে। এ নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন।  

ফাহমিদা নবী লিখেছেন, দেখা হলেই বলতেন, ‘তোমার বাবার গান আমি লিপসিং না করলে রোমান্টিক হিরো হতে পারতাম না। তাই আমি সবার হিরো। কিন্তু আমার হিরো তোমার বাবা!’

কী সরল স্বীকারোক্তি...! এই সরল স্বীকারোক্তি সত্যি খুব প্রয়োজনীয় এবং কঠিন সত্য বিষয়। কারন ছবির গান ছাড়া ছবি কি প্রাণ পায়?পায়না! কার কণ্ঠ কার সাথে যায় এবং গানটা কতোটা ভালো করে কম্পোজিশন করা হলো সেটা খুবই জরুরি। যা আজকাল কেউ খেয়াল করে কি-না জানিনা! 

ফাহমিদা নবী আরও লিখেছেন, চাচার পরিচালিত ছবিতে একটি গান গাইবার সুযোগ হয়েছিলো আমার আর বাপ্পার, সুমন সাহার সুরে। তিনি চেয়েছিলেন যেন আমি আর বাপ্পা গানটা গাই। তিনি এবং তার দুই অভিনেতা সন্তান ও নায়িকাসহ স্টুডিওতে এসে গান গাওয়া দেখছিলেন এবং শুনছিলেন। বলেছিলেন, ‘আমি ওদের নিয়ে এসেছি তোমাদের গান গাওয়ার স্টাইল দেখাবার জন্য। লিপসিংয়ে যেন সেটা রপ্ত করতে পারে। আমি তোমার বাবার রেকর্ডিংয়ের সময় তার দিকে তাকিয়ে দেখতাম, শুনতাম। যাতে করে গানটা শুটিংয়ের সময় যেন অনন্য এক মাত্রা যোগ করে। ’ 

ফাহমিদার মতে, এই হলো শিল্পী...। এমন শিল্পীই চাই... যুগে যুগে। এ জন্যই তো আপনি নায়করাজ রাজ্জাক! অনেক কিছু শেখার আছে। প্রত্যাশা এটুকু চর্চায় শিল্প বেঁচে থাক। সহজ করে, সহজ হয়না, অন্তত শিল্পকর্ম। বিশ্বাস করি। প্রতিফলন তাই বলে। চাচা আপনাকে স্মরণ করি শ্রদ্ধায়। ভালোবাসায়।  পুরো বাংলাদেশ আপনাদের স্মরণ করে গভীর শ্রদ্ধায়।  নিশ্চয়ই আব্বার সঙ্গে দেখা হবে আপনার? আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুন। আমিন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।