শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টায় এফডিসির ৮ নম্বর ফ্লোরে নায়করাজ রাজ্জাক স্মরণে শোকসভার আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের গুণী শিল্পীরা।
বাপ্পারাজ বাবাকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি চলচ্চিত্রের এখনকার সংকট নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আর এফডিসিতে আসবো না যদি আপনারা সকল নিষেধাজ্ঞা, মামলা তুলে না নেন। হয়তো এটাই হবে আপনাদের সঙ্গে শেষ দেখা। আমিও হয়তো ভুল করে অনেক কথা বলেছি। আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভুল করেছি এ জন্য নোটিশ পাঠানোর দরকার নেই, শাকিব ভুল করেছে এ জন্য বয়কট করার দরকার কি? শাকিবকে ডাকলে শাকিব আসবে না কেন?’
আলমগীর বলেন, ‘আমাদের চলচ্চিত্র পরিবার এক থাকবে, এটা রাজ্জাক ভাইয়ের স্বপ্ন, আমাদের সবার স্বপ্ন। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, মারামারিও হতে পারে। আমি কথা দিচ্ছি, এই দ্বন্দ্ব যতো তাড়াতাড়ি সম্ভব এটাকে মিটমাট করে এই চলচ্চিত্র রাজ্জাক ভাইকে নিয়ে যে স্বপ্ন দেখতো সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো। ’
শোকসভা ছাড়াও দিনব্যাপী নায়করাজকে নিয়ে নানা কর্মসূচি থাকছে এফডিসিতে। এর মধ্যে আছে দোয়া ও মিলাদ মাফহিল, রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের প্রদর্শনী।
২১ আগস্ট সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাক। দুই দফা জানাজা শেষে ২৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে চিরসমাহিত করা হয় তাকে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এসও