ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কে এই কিশোরী?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
কে এই কিশোরী? কিশোরী বয়সে ইলোরা গহর

কিশোরী বয়স, টানা টানা চোখ, ঠোঁটে লিপস্টিক, চেহারায় অাভিজাত্যের ছোঁয়া, আয়োজন করে তোলা ছবি— কে এই মেয়ে?

স্থিরচিত্রগুলো তিনি নিজেই শেয়ার করেছেন ফেসবুকে। জনপ্রিয় অভিনেত্রী ইলোরা গহরের কিশোরী বয়সের স্থিরচিত্রগুলো যেন ফিরিয়ে নিয়ে যায় অতীতে, সত্তরের দশকের শেষ দিকে।

 

২৬ আগস্ট বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে ইলোরা বলেন, ‘ছবিগুলো তোলা হয় ১৯৭৯ সালে, বিচিত্রা পত্রিকার জন্য। এখনকার অনেকেই আমাকে বিনা কারণে জেলাস করেন, তারা জানেন না আমার অতীত। ছবিগুলো তাদের জন্য। এগুলো তুলেছিলেন সিনেমাটোগ্রাফার শফিকুল ইসলাম স্বপন। তখন আমি ক্লাস এইটে পড়ি। ’  

এর আগেই অবশ্য পঞ্চম শ্রেণীতে পড়ার সময় ইলোরা শুটিং শেষ করেছিলেন বিখ্যাত চলচ্চিত্র ‘সূর্যদীঘল বাড়ি’-এর। শুটিং শেষ হওয়ার ক’ বছর পর ১৯৭৯ সালে ছবিটি মুক্তি পায়। একই বছর ইলোরার প্রথম নাটক প্রচার হয় বিটিভিতে। আফজাল হোসেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘পারলে না রুমকি’তে। এটিও বেশ আলোচিত হয় সে সময়।  

ইলোরা গহরইলোরা গহর জানান, এ সময়ের অনেক অভিনেত্রীই পরোক্ষভাবে তার সঙ্গে প্রতিযোগিতা করতে চান। এটি তিনি বুঝতে পারেন। তার মতে, সুন্দর পরিবারে বেড়ে উঠেছেন তিনি। সুন্দর কাজের মাধ্যমেই জবাব দিচ্ছেন ইলোরা। প্রয়াত গীতিকার বাবা স্বাধীনতা পদক বিজয়ী নঈম গহরের আদর্শে বাকিটা পথ চলতে চান।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এসও    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।