ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েরাও নজরুলসংগীত গাইতে আসছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
‘প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েরাও নজরুলসংগীত গাইতে আসছে’ ফেরদৌস আরা, ছবি: সংগৃহীত

‘শুধু শহরে নয়, প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েরাও নজরুলসংগীত গাইতে আসছে। এটি বেশ ইতিবাচক ব্যাপার। আমাদের উচিত তাদেরকে সঠিক দিক-নির্দেশনার মাধ্যমে নজরুলের শুদ্ধ বানী ও সুর তাদের কাছে পৌঁছে দেওয়া’— বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা এমনটিই মনে করেন। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীর (২৭ আগস্ট) আগের দিন সন্ধ্যায় বাংলানিউজের সঙ্গে আলাপে এই প্রত্যাশার কথাই বলেছেন তিনি।  

বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকী ‍উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান-আয়োজন থাকছে ঢাকা ও ঢাকার বাইরে।

এরই অংশ হিসেবে ২৭ আগস্ট সন্ধ্যায় ফেরদৌস আরার হাতে তুলে দেওয়া হবে নজরুল পদক। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজক নজরুল ইনস্টিটিউট। পুরস্কারপ্রাপ্তির খবরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গুণী এই শিল্পী।

ফেরদৌস আরা বলেন, ‘কয়েকদিন ধরে আমি শারীরিকভাবে অসুস্থ। তারপরও অনুষ্ঠানে যোগ দেবো। পদক তো বড় কথা নয়, নজরুলের গান গেয়ে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি, এটিই শ্রেষ্ঠ প্রাপ্তি। ’

ফেরদৌস আরা জানান, কবির মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে তার গাওয়া নজরুল সংগীত। এ ছাড়া কিছু অনুষ্ঠানে কথা বলেছেন নজরুরের কর্ম ও জীবন নিয়ে।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।