ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সেই শিশু মালবিকা হচ্ছেন ইমরান হাশমির নায়িকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
সেই শিশু মালবিকা হচ্ছেন ইমরান হাশমির নায়িকা মালবিকা রাজ (ছবি: সংগৃহীত)

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাভি খুশি কাভ গাম’ ছবিতে কাজলের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন কারিনা কাপুর। তার কিশোরী বয়সের চরিত্রে দেখা যায় শিশুশিল্পী মালবিকা রাজকে।

করণ জোহর পরিচালিত ওই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক মালবিকার। চমকপ্রদ তথ্য হলো, এবার শিশুশিল্পী নয়, নায়িকা হিসেবে বলিউডে পা রাখছেন তিনি।

শোনা যাচ্ছে, টনি ডি’সুজা পরিচালিত ‘ক্যাপ্টেন নবাব’ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন মালবিকা। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তার চরিত্রটি সেনাবাহিনীর একজন কর্মকর্তার। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে এটি।  

মালবিকা রাজমালবিকার অভিনয় প্রসঙ্গে টনি ডি’সুজা বলেন, ‘আমরা নতুন মুখ নিতে চেয়েছি। এজন্য যুতসই কাউকে পাওয়ার দরকার ছিলো। মালবিকাকে এজন্য উপযুক্ত মনে হয়েছে। আমরা তার অডিশন নিয়েছি। তিনি সবক্ষেত্রেই চমৎকার দক্ষতা দেখিয়েছেন। তাই তাকে চুক্তিবদ্ধ করেছি। ’

মডেল হিসেবে বেশ পরিচিত মুখ মালবিকা। ফেমিনা মিস ইন্ডিয়া ২০১০ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। ‘জয়দেব’ নামে একটি তেলুগু ছবিতেও দেখা গেছে তাকে।

দক্ষিণী ছবিতে কাজ করার সময় মালবিকা বলেছিলেন, “যেহেতু খুবই দুষ্টু ছিলাম, তাই ‘কাভি খুশি কাভি গাম’ ছবির পর আমার বাবা চাননি ছবিতে অভিনয় করি। কারণ এতে আমার পড়ালেখার ক্ষতি হতে পারে। শিশুশিল্পী হিসেবে অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি, কিন্তু বাবা অনুমতি দেননি। ’

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।