ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদে শিশুতোষ বৃষ্টির গান ‘ব্যাং ব্যাং’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
ঈদে শিশুতোষ বৃষ্টির গান ‘ব্যাং ব্যাং’ স্টুডিওতে রেকর্ডিংয়ে আহমেদ তোফায়েল

‘আহা রে’ শিরোনামে একটি গান গেয়ে প্রশংসা পেয়েছিলেন। তারপর গেছে দীর্ঘ বিরতি। আসন্ন ঈদেই ফিরছেন আহমেদ তোফায়েল। এবার আসছেন ‘ব্যাং ব্যাং’ শিরোনামে একটি শিশুতোষ বৃষ্টির গান নিয়ে।

পেশায় সংবাদকর্মী আহমেদ তোফায়েল গান ভালবাসেন নিজের মতো করে, গানকে বেছে নিয়েছেন প্রাণের টানে। ভেতরের গল্প আর সুরের ছন্দে বলতে চান কিছু কথা।

আড়ালে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও সংগীত চর্চায় কমতি রাখেননি কখনো।

‘ব্যাং ব্যাং’ গানে আহমেদ তোফায়েলের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন রিমবিক, অনন্যা ও তাসনুভ। কথা ও সুর করেছেন তোফায়েল নিজেই। সংগীত পরিচালনা করেছেন তাসনুভ ও বুলেট। আর মিক্সিংয়ে নিলয়।  

ঈদে গানটি এফএম রেডিওতে আনরিলিজড ট্রাক হিসেবে শোনা যাবে।

আহমেদ তোফায়েল বলেন, শিশুদের নিয়ে বাংলায় খুব বেশি গান করা হয় না। সেই শূন্যতা পূরণে ‘ব্যাং ব্যাং’ একটি ছোট্ট প্রয়াস। এই গানের মাধ্যমে শিশুদের কেবল আনন্দ দেওয়ার কথাই ভাবা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।