ঘটনাটি হলো- ২০০৬ সালে মুম্বাইয়ের বান্দ্রায় ২৪১২ স্কয়ার গজ জমি প্রোমোটারি সংস্থা ‘প্রাজিতা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড’-এর হাতে তুলে দিয়েছিলেন দিলীপ কুমার। ১১ বছর পরও সেই জমিতে কোনও নির্মাণ কাজ শুরু হয়নি।
টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ওই রিয়েল এস্টেট সংস্থার হাতে জমিটি তুলে দিয়েছিলেন দিলীপ কুমার। চুক্তি হয়েছিলো, দু’বছরের মধ্যে জমিতে নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে। কিন্তু সংশ্লিষ্ট সংস্থা নাকি এখনও পর্যন্ত কোনও কাজই শুরু করেনি। তবে সুদ বাবদ অভিনেতাকে প্রায় সাড়ে আট কোটি টাকা দিয়েছে ওই সংস্থা। তবে জমি ফেরত চেয়ে বর্ষীয়ান অভিনেতা আদালতে আবেদন করেছিলেন। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। বিচারপতিরা এর পরই সংস্থাকে জমি ফেরত দেওয়ার নির্দেশ দেন। আর জমি ফিরে পেতে সংস্থাকে ২০ কোটি রুপি দিতে রাজি হয়েছেন দিলীপ।
ওই প্রতিবেদনে আরও জানা যায়, সাত দিনের মধ্যে ওই সংস্থাকে জমি ফেরত দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
বিএসকে