শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় এফডিসিতে দুটি গরু কোরবানি দিয়েছেন পরী মণি। এমনিতে এফডিসিভিত্তিক চলচ্চিত্র সংশ্লিষ্ট কম সামর্থ্যবান মানুষদের জন্য কেউ কোরবানি দেন না।
এ প্রসঙ্গে পরী মনি জানান, ‘আমার পরিচয় যদি চলচ্চিত্রকর্মী হয়ে থাকে, তাহলে তো এটাও আমার পরিবার, আর আমার সামর্থ্য থাকতে আমার পরিবারের কেউ না খেয়ে থাকতে পারে না, তাও আবার ঈদের মতো দিনে। আল্লাহ আমাকে যতোদিন সামর্থ্য দেবেন, আমি এই পরিবারের জন্য এফডিসিতে কোরবানি দেবো। ’
মাংস নিতে এসে সহশিল্পী ফারুক আহম্মেদ বলেন, ‘গত দশ বছর ধরে কোরবানি দিতে পারি না, সামর্থ্য নাই, আমরা কারও কাছে হাত পাততে পারি না। সবাই জানে আমি অভিনয় করি, গত বছর পরী মণির দেওয়া কোরবানির মাংস খেয়েছি। গত মাস থেকেই চিন্তা করছিলাম এ বছর কে কোরবানি দেবে? এবার বোধ হয় আর মাংস খাওয়া হলো না, গত পরশু একটা নিউজে দেখলাম পরী এবার দুইটা গরু কোরবানি দিচ্ছে আমাদের জন্য। আল্লাহ তার ভালো করুক। ’
শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন পরী মণি। কোনো ছবি মুক্তি পাওয়ার আগেই ২৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। এই ঈদে মুক্তি পেয়েছে পরীর অভিনীত ছবি ‘সোনাবন্ধু’।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
বিএসকে