গানটিতে সুর দিয়ে গেয়েছেনও তিনি। এই সেই গান, যার জন্য ঈদের কোনো নাটকে দেখা যায়নি তাকে।
বাংলানিউজের সঙ্গে আলাপে তাহসান জানিয়েছেন, সাধারণ ঈদের ৪-৫টি নাটকে অভিনয় করেন তিনি। এবার তা না করলেও চাঁদরাতে চমক দিয়েছেন ভক্তদের। নিজের সপ্তম একক অ্যালবামের শিরোনাম গান ও ভিডিওটি দর্শক-শ্রোতারা সুন্দরভাবে গ্রহণ করেছেন। সব মিলিয়ে ‘অভিমানী’ ঈদটি ভালোই কাটছে তাহসানের।
‘অভিমান আমার’ সিডি চয়েসের ব্যানারে প্রকাশ করেছে জিপি মিউজিক। ইউটিউব নয়, গানটির ভিডিও উপভোগ করা যাচ্ছে গ্রামীণফোনের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়স্কোপ-এ।
প্রেক্ষাগৃহের শাহরিয়ার পলক তৈরি করেছেন ‘অভিমান আমার’-এর ভিডিও। শিল্পী ও নির্মাতার মতে, গতানুগতিক ধারার বাইরে গিয়ে কাজটি করার চেষ্টা করেছেন তারা। অ্যালবামের প্রচারে জিপি মিউজিক অনলাইনে প্রকাশ করছে ‘তাহসান হয়ে ওঠার গল্প’ শিরোনামে পৃথক ভিডিও। এতে জানা যাচ্ছে তাহসানের গল্প, তাকে নিয়ে ভক্তদের প্রত্যাশার কথা।
‘অভিমান আমার’-এ তাহসান কেবল ঠোঁট মিলিয়েছেন, মডেলিং করেননি। মডেলদের মধ্যে আছেন সাদিকা স্বর্ণা, স্মরণ রহমান, সালাউদ্দিন চৌধুরী, সেঁজুতি জলিল, সারাহ ফারহানা, আহমেদ গোলাম দস্তগীর শান, তাহসিন আভা ও যারিফ আহমেদ প্রমুখ।
* ‘অভিমান আমার’ উপভোগ করতে ক্লিক করুন-
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এসও