ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নায়করাজের জীবনী নিয়ে ছটকু আহমেদের বই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
নায়করাজের জীবনী নিয়ে ছটকু আহমেদের বই রাজ্জাক ও ছটকু আহমেদ

জীবদ্দশায় আত্মজীবনী লিখবেন বলে ইচ্ছে পোষণ করেছিলেন নায়করাজ। সেভাবে প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু ২১ আগস্ট না ফেরার দেশে চলে যেতে হলো কিংবদন্তি অভিনেতা রাজ্জাককে।

রাজ্জাকের ওপর তথ্যচিত্র তৈরি করেছেন শাইখ সিরাজ। মৃত্যুর সপ্তাহখানেক আগেও এর দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন রাজ্জাক।

এবার শোনা যাচ্ছে, নায়করাজের জীবনী তুলে ধরবেন নামী চিত্রনাট্যকার ও নির্মাতা ছটকু আহমেদ। এ নিয়ে প্রকাশ করা হবে গ্রন্থ।

‘রাজ্জাক ভাইয়ের জীবনী গ্রন্থ প্রকাশনার বিষয়ে বিডি পাবলিকেশনের সাথে চূড়ান্ত কথা হলো’—ফেসবুকে এভাবেই ভালো লাগার কথা শেয়ার করেছেন ছটকু আহমেদ। তিনি বইটির নাম রাখছেন, ‘নায়করাজ রাজ্জাক-টালিগঞ্জ থেকে ঢালিউড’। বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশ করা হবে বইটি।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।