এ প্রসঙ্গে একটি ঘনিষ্ঠসূত্র জানান, মোদিকে লেখা রাবেয়ার চিঠিতে গত কয়েক বছরে মেয়ের মৃত্যুর জন্যে কীভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি সেকথার বিস্তারিত একটি তথ্য টাইমলাইনসহ দেওয়া হয়েছে।
রাবেয়া তার চিঠিতে দাবি করেছেন, মামলাটি সিবিআইয়ের হাতে যাওয়ার পর থেকে তারা প্রক্রিয়াটি যতোটা ধীর গতিতে সম্ভব ততোটা ধীর গতিতে চালাচ্ছে।
মেয়ের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু নয় বলে সন্দেহ প্রকাশ করে পুলিশ থেকে প্রশাসন প্রায় সকলেরই দরজায় ঘুরেছেন রাবেয়া। তার অভিযোগ, বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলি তার মেয়ের মৃত্যুর সঙ্গে যুক্ত। তাই ছেলেকে বাঁচাতে মামলাটি বন্ধ করার সবরকম চেষ্টা করছেন আদিত্য।
২০১৩ সালের ৩ জুন জিয়ার মৃত্যুর পর ১০ জুন সুরজকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ২ জুলাই জামিনে মুক্তিও পেয়ে যান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
বিএসকে