ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেলেন কপিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেলেন কপিল কপিল শর্মা (ছবি: সংগৃহীত)

মদ খাওয়া ছেড়ে দিয়েছেন কপিল শর্মা। তাই নির্ধারিত সময়ের আগেই নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছেন জনপ্রিয় এই কমেডিয়ান।

বিষয়টি নিশ্চিত করে কপিলের এক ঘনিষ্ঠ বন্ধু গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, মদ খাওয়া ছেড়ে দেওয়ায় নির্ধারিত সময়ের ২৮ দিন আগেই রিহ্যাব থেকে মুম্বাইয়ে নিজের বাড়িতে ফিরেছেন তিনি।

কয়েক মাস আগে মাঝ আকাশে বিমানের মধ্যে মদ খেয়ে সহশিল্পী সুনীল গ্রোভারের সঙ্গে হাতাহাতি ও অশালীন মন্তব্য করেছিলেন কপিল।

সেসময়ই প্রকাশ্যে আসে তার মদ খাওয়ার কথা। এরপর ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে চলে যান সুনীল। এছাড়া বারবার অসুস্থ হয়ে যেতে থাকেন কপিল। কমে যেতে থাকে শো-এর টিআরপি। তাই সেপ্টেম্বরের শুরুতেই বন্ধ হয়ে যায় ‘দ্য কপিল শর্মা শো’।

এরপরই কপিল এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন, মদের নেশা থেকে মুক্তি পেতে ৪০ দিনের ‘ডিটক্সিফিকেশন ট্রিটমেন্ট’ করাচ্ছেন তিনি। বেঙ্গালুরুতে একটি আয়ুর্বেদিক ক্লিনিকের নেশামুক্তি কেন্দ্রে নিজেকে মদের নেশা থেকে বের করার জন্য ভর্তি হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।