‘কাহো না পেয়ার হ্যায়’
রাকেশ রোশন পরিচালিত এই সুপার হিট ছবির মধ্য দিয়েই বলিউডে পা রাখার কথা ছিলো করিনা কাপুর খানের। এমন কি দৃশ্যধারণও শুরু হয়েছিলো।
‘হাম দিল দে চুকে সানাম’
‘হাম দিল দে চুকে সানাম’র মতো ব্লকবাস্টার ছবিতে কারিনা কাপুর খানকে নিতে চেয়েছিলেন পরিচালক সঞ্জয়লীলা বানশালি। কিন্তু সেটি হয়নি। প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বেবো। পরে এতে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন, সাফল্য পান তিনি।
‘ব্ল্যাক’
‘হাম দিল দে চুকে সানাম’-এর পর ‘ব্ল্যাক’ ছবির প্রস্তাব নিয়েও কারিনার কাছে গিয়েছিলেন সঞ্জয়লীলা বানশালি। কিন্তু সেবারও তাকে নিরাশ করেছিলেন কারিনা। এই ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ঘরে তুলেছেন রানি মুখার্জি। এমনকি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ছবিটি।
‘রাম-লীলা’
সঞ্জয়লীলা বানশালির ‘ব্ল্যাক’ ও ‘হাম দিল দে চুকে সানাম’ নয়, তার ‘রাম-লীলা’ ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন কারিনা। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন, লীলা চরিত্রে তার কোনো উৎসাহ হয়। পরে এতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এখানেই শেষ নয়, বক্স অফিসে শতকোটি রুপির ব্যবসাও করেছে ছবিটি।
‘কাল হো না হো’
যদি প্রস্তাবটি ফিরিয়ে না দিতেন তাহলে হয়তো ‘কাল হো না হো’র নয়নার চরিত্রে প্রীতি জিনতার বদলে দেখা যেতো করিনাকেই।
‘চেন্নাই এক্সপ্রেস’
তারিখ না মেলার কারণে রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রস্তাবও ফিরিয়েছিলেন কারিনা। পরে দীপিকার কাছে যায় সেটি। আর এই সিনেমার সাফল্য তো সকলেরই জানা।
‘কুইন’
‘কুইন’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। কিন্তু এই ছবিটিও ফিরিয়ে দিয়েছিলেন কারিনা।
‘ফ্যাশন’
মধুর ভান্ডারকর পরিচালিত ‘ফ্যাশন’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কারিনা। কিন্তু সেটিও ফিরিয়ে দেন। এরপর এতে অভিনয় করে ক্যারিয়ারে দারুণভাবে এগিয়ে যান প্রিয়াঙ্কা চোপড়া।
‘দিল ধাড়াকনে দো’
জোয়া আখতারের ‘দিল ধাড়াকনে দো’র প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন করিনা। এ কারণে অবশ্য তিনি আফসোসও করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
বিএসকে/এসও