চলতি মাসে মেক্সিকোতে দুটি ভূমিকম্প হয়েছে। এগুলোতে ক্ষতিগ্রস্তদেরকে জন্য নিজের ক্রাউডরাইজ কর্মসূচির মাধ্যমে ইউনিসেফের হাতে ১ লাখ ডলার অনুদান দিয়েছেন সালমা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সালমা ভিডিও বার্তায় স্প্যানিশ ভাষায় বলেছেন, ‘টানা তিনটি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মেক্সিকো সিটি যেনো এখন ধ্বংসস্তূপ। এখানে ভূমিকম্পে আহত ও ক্ষতিগ্রস্ত মানুষগুলোর সাহায্য দরকার। আমার মতো আপনারাও এগিয়ে আসুন। যার যতোটুকু সাধ্য আছে অর্থ দান করুন। আপনাদের কাছে এ আমার মিনতি। ’
সবশেষ ১৯৮৫ সালে এমন ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো মেক্সিকো সিটিতে। সেই ঘটনা তুলে ধরে সালমা ইনস্টাগ্রামে বলেছেন, ‘৩২ বছর আগের ভূমিকম্পে আটকাবস্থায় আমাকে উদ্ধার করা হয়। চাচাসহ অনেক ঘনিষ্ঠ বন্ধুকে আমি তখন হারিয়েছি। ওই ঘটনা ছিলো ভয়ঙ্কর। ’
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
বিএসকে