কক্সবাজারের কুতুপালাংয়ে ইউনিসেফের সহায়তায় রোহিঙ্গা শিশুদের জন্য পরিচালিত একটি শিশুবান্ধব কেন্দ্র পরিদর্শন করেছেন ফেরদৌস। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সেখানে রোহিঙ্গা শিশুদের সঙ্গে কেরাম খেলায় অংশ নেন ফেরদৌস।
ইউনিসেফের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফেরদৌস। তিনি বলেন, ‘নিজের দেশ ছেড়ে আসা, বাস্তুহারা, পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের মানসিক অবস্থার উন্নতির জন্য ইউনিসেফ ও এর সহযোগী সংস্থাগুলির কাজ দেখে আমি অভিভূত। রোহিঙ্গা শিশুদের সঙ্গে সময় কাটিয়ে আমার ভালো লেগেছে। ’
বাংলাদেশসহ ও পৃথিবীর সব দেশের বিবেকবান মানুষকে এই বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে— বাংলানিউজের সঙ্গে আলাপে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ফেরদৌস এই আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এসও