বাংলানিউজের সঙ্গে আলাপে অপু জানান, প্রেম ও বিয়ের কারণে স্বামী চিত্রনায়ক শাকিব খানের ধর্ম ইসলামের অনুশাসন মেনে চলছেন তিনি। তাদের প্রথম সন্তানের নামও রাখা হয়েছে সেই অনুসারে।
অপু বলেন, ‘আমি মনে করি, সবার আগে আমি মানুষ। আমার সন্তান বড় হয়ে নিজের ধর্মের পাশাপাশি অন্যের ধর্মের মানুষদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, সেই শিক্ষাই ওকে দিচ্ছি। ’
অপু আগেই জানিয়েছিলেন, জয়ের জন্মদিন উপলক্ষে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোঁরায় কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। এতে আমন্ত্রিত অতিথিরা তার ছেলেকে শুভকামনা জানাতে আসবেন। কিন্তু সেখানে শাকিব হাজির থাকবেন কি-না এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ শাকিব-অপুর স্নায়ুযুদ্ধ এখনও চলমান।
এদিকে ছেলের জন্মদিন উপলক্ষে শাকিব দুপুরে জয়ের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন, গরীব-দুখিদের খাইয়েছেন, ছেলেকে স্বর্ণের চেইন উপহার দিয়েছেন। এ সময় তার পাশে ছিলেন না অপু।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসও