প্রতিযোগিতায় টিকে থাকা দশ প্রতিযোগী হলেন- রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম অভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুল সুমাইয়া হিমি এবং জেসিকা ইসলাম। এখান থেকেই ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীর নাম।
অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন জাদুশিল্পী জুয়েল আইচ, ফ্যাশন আইকন বিবি রাসেল, ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা, মাইক্রোসফট বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, অভিনেত্রী শম্পা রেজাসহ প্রমুখ।
‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রসঙ্গে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ও অমিকন এন্টারটেইনমেন্ট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান জানান ‘অনেক সংশয়, দ্বিধা স্বত্ত্বেও আমরা সফলভাবেই আমাদের প্রথমবারের আয়োজন শেষ করতে পেরেছি। এ আয়োজনটি কেবল দেশেই না বরং আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে তুলে ধরবে। ’
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
বিএসকে