শাহরুখ খান
গজলশিল্পী পঙ্কজ উদাসের কনসার্টে সহকারি হিসেবে কাজ করে মাত্র ৫০ রুপি পেয়েছিলেন শাহরুখ খান। এটি ছিলো তার জীবনের প্রথম আয়।
আমির খান
পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। এ জন্য এক হাজার রুপি বেতন দেওয়া হতো তাকে। জীবনের প্রথম উপার্জন মায়ের হাতে তুলে দিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট।
হৃতিক রোশন
মাত্র ৬ বছর বয়সে ‘আশা’ ছবিতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন। এ জন্য ১০০ রুপি দেওয়া হয়েছিলো তাকে। আর সেই অর্থ দিয়ে একটি খেলনা গাড়ি কিনেছিলেন ‘কাহো না পেয়ার হ্যায়’খ্যাত এই তারকা।
ইরফান খান
বলিউডের শক্তিশালী অভিনেতা ইরফান খান। তবে এই পরিচয়ের আগে তার আরেকটি পরিচয়ও ছিল। জয়পুরে তিনি স্কুলের বাচ্চাদের পড়াতেন। ছাত্রপ্রতি আয় ছিলো ২৫ রুপি! ইরফান তখন নিজেও ছাত্র। নিজে ক্লাস করতে যেতেন অনেকটা পথ পাড়ি দিয়ে। আসা-যাওয়ায় বেশ খাটনি যাচ্ছিলো। তাই শিক্ষকতা থেকে আয় করা অর্থের কিছুটা দিয়ে কিনেছিলেন সাইকেল। বাকিটা রেখে দিয়েছিলেন নিজের পড়ার খরচের জন্য।
অর্জুন কাপুর
মাত্র ১৮ বছর বয়সে ‘কাল হো না হো’ ছবির সেটে সহকারি পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন অর্জুন। পারিশ্রমিক হিসেবে তাকে দেওয়া হয়েছিলো ৩৫ হাজার রুপি। আর সেই অর্থ বাবা-মায়ের হাতে তুলে দিয়েছিলেন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য।
সোনম কাপুর
পরিচালক সঞ্জয়লীলা বানশালির সহকারী হিসেবে কাজ করেছিলেন সোনম কাপুর। যার পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ৫ হাজার রুপি। জীবনের প্রথম আয় ভ্রমণের পেছনে ব্যয় করেন বলিউডের এই অভিনেত্রী।
জ্যাকলিন ফার্নান্দেজ
জ্যাকলিন ফার্নান্দেজের ঘটনাটা বেশ মজার! কিশোরী বয়সে গুচি ব্র্যান্ডের একটি ব্যাগ খুব মনে ধরে। হাতে তখন ব্যাগ কেনার মতো পয়সা ছিলো না। মাত্র ১৪ বছর বয়সে শুরু করেন ফটোশুট। সেখান থেকে পাওয়া চেকগুলো জমাতে শুরু করেন। বেশ কয়েকটা চেক জমিয়ে জ্যাকলিন শেষ পর্যন্ত ব্যাগটা কিনতে পারেন। এ প্রসঙ্গে জ্যাকলিন বলেছিলেন, ‘এমন না ব্যাগটা অনেক দামি কিংবা অনেক বড় কিছু ছিলো। আমার কেনা ব্যাগটা ছিলো ওই শো রুমের সবচেয়ে ছোট ব্যাগ, কিন্তু ওটাই আমার জন্য অনেক কিছু। ’
কালকি কোয়েচলিন
বাহিরে পড়তে গিয়ে খরচ চালাতে হিমশিম খেয়েছিলেন কালকি কোয়েচলিন। তখন খরচ জোগাতে ওয়েট্রেস হিসেবে কাজ করেছিলেন লন্ডনের একটি ক্যাফেতে। সেই দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথম বেতন পেয়ে সবার আগে বকেয়া বাড়ি ভাড়া শোধ করেছিলাম। ’
রিচা চাড্ডা
রবীন্দ্রসংগীত গাওয়ার জন্য ২০০ রুপি পেয়েছিলেন রিচা চাড্ডা। যা তিনি দিয়েছিলেন তার বাবাকে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
বিএসকে/এসও