বাপ্পি-মিম-রিয়াজ অভিনীত ‘সুইটহার্ট’ ছবিতে জেমসের গাওয়া ‘বিধাতা’ গানটি বেশ প্রশংসিত। শফিক তুহিনের কথা-সুর-সংগীতে গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন বাপ্পি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে জেমসের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশনায়ও অংশ নেন জেমস।
একই অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলা গানের কিংবদন্তি গায়ক খুরশীদ আলম। তার হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। সম্মাননাপত্র তুলে দেন কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী। দেওয়া হয় এক লাখ টাকার চেক। এর আগে উত্তরীয় পরিয়ে শিল্পীকে বরণ করে নেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক মুকিত মজুমদার বাবু।
এবার বিশেষ সম্মাননা দেওয়া হয় কণ্ঠশিল্পী শাম্মী আখতারকে। অসুস্থ থাকায় আসতে পারেননি তিনি। তার হয়ে সম্মাননা স্মারক ও ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন স্বামী আকরামুল ইসলাম ও তাদের মেয়ে।
পুরস্কারপ্রাপ্তদের পূর্ণ তালিকা—
আজীবন সম্মাননা
মোহাম্মদ খুরশীদ আলম
বিশেষ সম্মাননা
শাম্মী আখতার
ক্রিটিক অ্যাওয়ার্ড
রবীন্দ্রসংগীত—অণিমা রায়
নজরুলসংগীত—নাশিদ কামাল
লোকসংগীত—শফি মণ্ডল
শ্রেষ্ঠ গীতিকার-আসিফ ইকবাল
সংগীত পরিচালক—শফিক তুহিন
মিউজিক ভিডিও—তানীম রহমান অংশু
কভার ডিজাইন—নাহিদ
সাউন্ড ইঞ্জিনিয়ার—পাভেল আরীন
উচ্চাঙ্গসংগীত—প্রিয়াংকা গোপ
আধুনিক গান—ফাহমিদা নবী
সেরা ব্যান্ড—পার্থিব
নবাগত শিল্পী-মেহেদী হাসান
ছায়াছবির গান—জেমস
পপুলার চয়েস
আধুনিক গান—কুমার বিশ্বজিৎ
নবাগত শিল্পী—শাহিন খান
সেরা ব্যান্ড—অবসকিওর
ছায়াছবির গান—ইমরান
মিউজিক ভিডিও—রম্য খান
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এসও