ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এভ্রিলের প্রস্থান, নতুন নাম ঘোষণা বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
এভ্রিলের প্রস্থান, নতুন নাম ঘোষণা বুধবার জেসিয়া ইসলাম, জান্নাতুল নাঈম এভ্রিল ও জান্নাতুল নাঈম হিমি (ছবি: বাংলানিউজ)

বিস্তর অনিয়ম, সমালোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে প্রথমবার অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আসর। বিতর্কিতভাবে বিজয়ীর নাম ঘোষণা, সেই বিজয়ীর অযোগ্যতা সামনে চলে আসা— সব মিলিয়ে প্রতিযোগিতার আয়োজকেরা পড়েছেন বিপাকে। বুধবার (৪ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে এসবের জট খুলবে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট।

বাংলানিউজের সঙ্গে আলাপে আয়োজকদের একটি সূত্র জানায়, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিল প্রধান শর্ত ভঙ্গ করায় মূল আসরে যেতে পারছেন না, এটি নিশ্চিত। এরই মধ্যে তিনি নিজেও স্বীকার করেছেন বিয়ে ও বিচ্ছেদের কথা।

ফেসবুক লাইভে এসে নতুন বিজয়ীর জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন এভ্রিল। তিনি বলেন, ‘মিস ওয়ার্ল্ডে যে-ই যাক না কেন, তার জন্য আমার শুভকামনা থাকবে। ’

নিয়ম অনুযায়ী, নতুন বিজয়ী হবেন দুই রানার আপ দের মধ্যে একজন। এর মধ্যে প্রথম রানার আপ জেসিয়া ইসলামই মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় রানার আপ জান্নাতুল নাঈম হিমিও আছেন আলোচনায়। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে ‘ভুল’ করে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিলো।  

সংবাদ সম্মেলনে নতুন বিজয়ীর নাম ঘোষণার পাশাপাশি বিচারক ও সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দেওয়া হবে। এ কারণে বুধবার বিকেল ৪টায় গুলশানের হোটেল ওয়েস্ট ইনের বলরুমে সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট।

জানা যায়, সংবাদ সম্মেলনে ১০ বিজয়ীর হাতেই  হাতে ক্রেস্ট তুলে দেওয়া হবে। প্রকাশ করা হবে তাদের বিশেষত্ব ও গুণের কথা। ছয় বিচারকের মধ্যে ৫জন এতে উপস্থিত থাকবেন। আয়োজক, প্রতিযোগী, বিচারক ও সাংবাদিকদের মধ্যে খোলামেলা এই আয়োজনের মধ্য দিয়ে সব বিতর্কের অবসান হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।  

২৯ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নবরাত্রি হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে `মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর নাম ঘোষণা করা হয়। সেদিন মঞ্চে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমির নাম ঘোষণা করেন উপস্থাপক শিনা চৌহান। এরপর আয়োজকের পক্ষ থেকে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী মঞ্চে এসে জান্নাতুল নাঈম এভ্রিলের নাম ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।