বুধবার (৪ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে নতুন বিজয়ী হিসেবে প্রথম রানার আপ জেসিয়া ইসলামকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব দেন বিচারকেরা।
সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট জানায়, বিচারকদের নতুন রায়ই চূড়ান্ত।
এদিকে জেসিয়া ইসলামকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঘোষণা করার কিছুক্ষণ পর ফেসবুকে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন এভ্রিল। যেখানে তিনি জানান, ‘হ্যালো বাংলাদেশ কি খবর সকলের? আমি কিন্তু একদম ভালো আছি। মন খারাপ করার মতো কিছুই নেই। যারা আমার পাশে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের যারা আমাকে নিয়ে এতো ভালো ভালো কথা লিখেছেন। এছাড়া অবশ্যই জেসিয়াকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাই তিনি যাতে ‘মিস ওয়ার্ল্ড’-এ গিয়ে মুকুটটি নিয়ে এসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারেন। তোমার জন্য অনেক শুভকামনা রইলো। ’
এভ্রিল আরও বলেছেন, ‘আপনারা কেউ মন খারাপ করবেন না। মুকুটের ব্যাপারটি আপনারা সকলেই জানেন যে, এটির জন্য আমি এখানে আসিনি। এখানে এসেছি একটি ম্যাসেজ দেওয়ার জন্য আর সেটি হলো বাল্য বিবাহ। যার জন্য আমি আজ মুকুটটি হারিয়ে ফেলেছি। আমি চাই এই বাল্য বিবাহকে বন্ধ করতে। এজন্য আমার যা করা দরকার আমি সব করবো। যাতে কোনো মেয়ে কিছু অর্জন করার পর সেটি হারিয়ে না ফেলে। আমি সব মেয়েদের পাশে দাঁড়াতে চাই যারা আমার মতো এতোকিছুর মুখোমুখি হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন। আমি তাদের কাউকে কষ্ট পেতে দেবো না। এটি নিজের কাছে এবং আপনাদের কাছে আমার ওয়াদা। ’
** জান্নাতুল নাঈম এভ্রিলের শেয়ার করা ভিডিও বার্তা শুনতে ক্লিক করুন
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
বিএসকে