বাংলাদেশ শিল্পকলা একাডেমি দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করেছে। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এর আগে সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হবে রিয়াজুল রিজুর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ‘বাপজানের বায়স্কোপ’। অন্যদিকে ২১ অক্টোবর বিকেল সাড়ে ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণকারী সব চলচ্চিত্র নির্মাতাকে সনদপত্র প্রদান করা হবে।
এবারের উৎসবে সাত সদস্যবিশিষ্ট সিলেকশন কমিটির মাধ্যমে পাঁচটি বিভাগে চলচ্চিত্র থাকছে। বিভাগগুলো হলো— বাংলাদেশ ধ্রুপদী চলচ্চিত্র, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, সমকালীন দেশীয় চলচ্চিত্র (২০১৫-২০১৬) এবং নারী নির্মাতাদের চলচ্চিত্র।
সিলেকশন কমিটির সদস্যরা হলেন চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ড. সাজেদুল আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক এবং সহযোগী অধ্যাপক ড. সাবরিনা সুলতানা চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির (বাচসাস) সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাচসাস’র প্রতিনিধি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক চাকলাদার মোস্তফা আল মাস্উদ।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এসও