শুক্রবার (১৩ অক্টোবর) পাঁচ শতাধিক শিল্পীর হাতে তাদের ছবি সম্বলিত পরিচয় পত্র তুলে দিয়েছে সংগঠনটি। এতে স্বস্তির সুবাতাস বইছে নাটকপাড়ায়।
সংগঠনটির পক্ষে বলা হয়, অনেক সময় ঢাকার বাইরে থেকে শুটিং শেষে ফেরার পথে মুখ দেখে অনেককে না চেনার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিল্পীদের নানা রকম হয়রানি করেন। এই পরিচয়পত্র সেই দুর্ভোগ থেকে শিল্পীদের রক্ষা করবে। শিল্পীরা এই পরিচয়পত্রের মাধ্যমে ল্যাবএইড হাসপাতাল, স্বপ্নসহ বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বিশেষ সেবা পাবেন।
১৩ অক্টোবর অভিনয় শিল্পী সংঘের নিকেতনের অফিসে এই পরিচয়পত্র সংগ্রহণের জন্য সিনিয়র-জুনিয়র অভিনয়শিল্পীদের ঢল নামে। এটিএম শামসুজ্জামান, আতাউর রহমান কিংবা তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ থেকে শুরু করে এ সময়ের উঠতি অভিনয়শিল্পী কে ছিলেন না সেখানে! পরিচয়পত্র সংগ্রহের ফাঁকে শিল্পীরা মেতে উঠেন আড্ডায়।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এসও