বিষয়টি খোলাসা করলেন তরুণ নির্মাতা আশিক মাহমুদ রনি। তিনি জানালেন, এই নারীরা মানসিকভাবে বিপর্যস্ত।
প্রচারের অপেক্ষায় থাকা দীর্ঘ ধারাবাহিক ‘পাগলা হাওয়া’য় পাগলের চরিত্রে অভিনয় করেছেন শবনম পারভিন, মৌটুসী বিশ্বাস, চাঁদনী ও নিমা রহমান। নাটকটির মূল ভাবনা জাহাঙ্গীর হোসেন বাবরের। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আশরাফুজ্জামান বাবু। পরিচালনায় আশিক মাহমুদ রনি।
নির্মাতা বাংলানিউজকে জানান, ১৫ শয্যাবিশিষ্ট একটি মানসিক হাসপাতাল পরিচালনা করেন ড. বাবু (শহীদুজ্জামান সেলিম)। সেখানে পাঁচটি বেড নারীদের জন্য বরাদ্দ, বাকিগুলো পুরুষদের। নাটকটিতে একে একে পাগল ও অন্যান্য চরিত্রে হাজির হবেন আনিসুর রহমান মিলন, প্রাণ রায়, ড. এনামুল হক, আমিরুল হক চৌধুরী, এফ এস নাঈম, শামীমা তুষ্টি, শাহেদ আলী, আহসানুল হক মিনু, মুনীরা মিঠু প্রমুখ। তাদের দৈনন্দিন চিত্র ফুটিয়ে তোলা হবে একেকটি পর্বে।
‘পাগলা হাওয়া’ হাস্যরসাত্মক ধারাবাহিক হলেও একটি বার্তা দেওয়ার চেষ্টা করবেন নির্মাতা। প্রথম ধারাবাহিক হিসেবে এর জন্য একটু বেশিই খাটছেন রনি। তার বিশ্বাস, ড্রিম মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পাগলা হাওয়া’ সবার মন জয় করবে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এসও