বাংলা লোকগীতিকে নতুনভাবে উপস্থাপন করে রাতারাতি তারকা বনে গেছেন হাবিব। স্বল্প পরিচিত লোকগীতিগুলো নতুন প্রাণ পায় তার করা ‘রিমিক্স’-এর মাধ্যমে, পায় বিপুল গ্রহণযোগ্যতা।
হাসন রাজা, শাহ আবদুল করিম, আমিরউদ্দীন প্রমূখ মরমী সংগীতশিল্পীদের গানকে উপজীব্য করে ক্যারিয়ার শুরু করলেও ধীরে ধীরে মৌলিক সুরের হাবিবও হয়ে উঠলেন অপ্রতিদ্বন্দ্বী ও ভিন্নমাত্রিক। যে কারণে হাবিবের মৌলিক সুরের জনপ্রিয় গানের তালিকাও কম বড় নয়। ১৪ বছরের ক্যারিয়ারে অডিও-প্লেব্যাকে পেয়েছেন ঈর্ষনীয় জনপ্রিয়তা। এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার স্বীকৃতি মিলেছে সেরা সুরকার হিসেবে। আর এ যুগের জিঙ্গেল যেন হাবিবের সুর ছাড়া অপূর্ণ।
পপতারকা গায়ক ফেরদৌস ওয়াহিদের সুযোগ্য পূত্র হাবিব বরাবরই গণমাধ্যম এড়িয়ে চলেন। নিভৃতে কাজ করতেই সাচ্ছন্দ্যবোধ করেন তিনি। যুগের সঙ্গে তাল মিলিয়ে দু’ বছর ধরে মনযোগী হয়েছেন নিজের গানের মানসম্পন্ন ভিডিও তৈরিতে। এ কারণে বিভিন্ন নায়িকা-মডেলদের বিপরীতে নিজের গানে পারফর্মও করছেন হাবিব। এখানেও পেয়েছেন ভক্তদের ভালোবাসা।
শুরু থেকেই সমালোচনা পিছু ছাড়েনি হাবিবের। প্রেম নিয়ে গুঞ্জণ ছিলো। সেটি ছাপিয়ে বিয়ে করেছিলেন পারিবারিক সিদ্ধান্তে। এক সন্তানের বাবা হাবিবের সেই ঘর টিকলো না। এখন এক মডেল-অভিনেত্রীর সঙ্গে প্রেম-বিয়ে নিয়ে খবরের শিরোনাম হচ্ছেন তিনি।
যা’ হোক, হাবিবের পারিবারিক সূত্র বলছে, জন্মদিনে নিউইউর্কে সময় কাটাচ্ছেন তিনি। সঙ্গে আছেন তার গর্ভধারিনী। কয়েকদিন ধরেই সেখানে আছেন তারা।
শুধু গান নয়, হাবিব তৈরি করেছেন কয়েকজন গায়ক-সংগীত পরিচালকও। তার অানুগত্যে সংগীতে প্রতিষ্ঠিত হয়েছেন অনেকেই। এই তালিকায় আছেন ন্যানসি, আরফিন রুমি, সাজিদ সরকার, প্রীতম হাসান প্রমুখ। জন্মদিনে শিষ্য ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হাবিব। ফেসবুকের টাইমলাইন আজ হাবিবের দখলে…
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসও