বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরণ আদর্শ জানান, ২০০ কোটির ক্লাবে ঢুকে গেছে ‘জুড়ুয়া টু’। সর্বমোট ২০৩ কোটি রুপি উপার্যন করেছে ছবিটি।
১৯৯৭ সালের মুক্তিপ্রাপ্ত ‘জুড়ুয়া’ ছবির সিক্যুয়েল ‘জুড়ুয়া টু’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নু।
অন্যদিকে, হংকংয়ের মাদাম তুসো জাদুঘরে স্থান পাচ্ছে বরুণের মোমের মূর্তি। তিনি সবচেয়ে কম বয়সি বলিউড তারকা এবং চতুর্থ ব্যক্তি যার মোমের মূর্তি এই জাদুঘরে স্থান পাচ্ছে। এর আগে মহাত্মা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা অমিতাভ বচ্চনের মোমের মূর্তি মাদাম তুসো জাদুঘরে স্থান পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
বিএসকে