ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

এক সপ্তাহ ধরে নির্ঘুম আমির!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৪, অক্টোবর ১৯, ২০১৭
এক সপ্তাহ ধরে নির্ঘুম আমির! আমির খান (ছবি: সংগৃহীত)

মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’। প্রতিবারের মতো এবারও একটু ভিন্নরূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন বলিউডের এই সুপারস্টার। এ কারণে উত্তেজনাটা ছিলো একটু বেশি। সেই সঙ্গে খানিকটা দুশ্চিন্তাও ঘিরে ধরেছে তাকে। কিন্তু তাই বলে এতোটাই যে, এক সপ্তাহ ধরে ঘুমাতে পারেননি আমির?

বুধবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মিস্টার পারফেকশনিস্ট লিখেছেন, ‘আর মাত্র একটি দিন বাকি। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে।

আঙ্গুল ভেঙ্গে গেছে। এক সপ্তাহ ধরে ঘুমাইনি, আপনাদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়। ’

১৫ বছরের এক কিশোরীর (জায়রা ওয়াসিম) দু’চোখভরা স্বপ্ন বড় গায়িকা হওয়ার। কিন্তু তাকে আটকে দেয় রক্ষণশীল সমাজ। তবু সে অপ্রতিরোধ্য, কাজ করতে থাকে গোপনে। বোরখা পরে ইউটিউবে একের পর এক গান প্রকাশ করে সে। এভাবেই চারদিকে ছড়িয়ে পড়ে তার নাম। ছবিটিতে এই কিশোরীর মেন্টরের ভূমিকায় দেখা যাবে আমির খানকে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।