এদিকে, ২২ বছর বয়সী এই গায়িকা খুনের ঘটনা চাঞ্চল্যকর মোড় নিয়েছে। তাকে খুন করেছেন তারই বোনের স্বামী দিনেশ মাথুর।
লতা বলেন, ‘হর্ষিতাকে মরতে হলো, কারণ সে তার মাকে খুন হতে দেখে ফেলেছিলো’।
জানা গেছে, বোন লতার স্বামী দিনেশ মাথুরের বিরুদ্ধে ২০১৪ সালে ধর্ষণের অভিযোগও দায়ের করেছিলেন হর্ষিতা দাহিয়া। সেই অভিযোগে জেলও হয় লতার স্বামীর।
মঙ্গলবার একটি জলসায় গান গেয়ে নিজের গাড়িতে করে দিল্লির নারেলার বাড়িতে ফিরছিলেন এই শিল্পী। বিকেল ৪টার দিকে পানিপথের চামরারার কাছে পৌঁছুলে কয়েকজন দুষ্কৃতিকারী আচমকা গাড়ি থামিয়ে তার ঘাড়ে ও কপালে গুলি করে পালিয়ে যায়। হর্ষিতাকে লক্ষ্য করে মোট সাতটি গুলি ছোঁড়া হয়। এর মধ্যে ছয়টি গুলি গায়িকার গলায় ও কপালে লাগে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
বিএসকে/এসও