ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জলবায়ুর প্রভাব, স্টার সিনেপ্লেক্সে ‘জিওস্টর্ম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জলবায়ুর প্রভাব, স্টার সিনেপ্লেক্সে ‘জিওস্টর্ম’ স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে ‘জিওস্টর্ম’

জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্ববাসীকে নতুনভাবে ভাবিয়ে তুলছে।  এ নিয়ে চলছে গবেষণা, উদ্যোগ, কর্মসূচি। পিছিয়ে নেই হলিউডও। বিষয়টি আমলে নিয়ে তারা তৈরি করেছে একাধিক চলচ্চিত্র। এরই সবশেষ সংযোজন ‘জিওস্টর্ম’। 

ছবিটিতে দেখা যাবে, জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার প্রচেষ্টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকার মিলে ‘ডাচ বয়’ নামক একটি কর্মসূচি গ্রহণ করে। জিও প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে আবর্তমান পৃথিবীর চারপাশে স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপন করা হয়, যা দুর্যোগ থেকে পৃথিবীকে রক্ষা করবে।

কিন্তু দুই বছর সফলভাবে কাজ করার পর এটি ত্রুটিপূর্ণ চলাচল শুরু করে। দেখা দেয় মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা। এই বিপর্যয় থেকে রক্ষার নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যায় ছবির গল্প।  

৮১ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের ছবিটি নিয়ে এরই মধ্যে দর্শকদের কৌতুহল তৈরি হয়েছে। বিষয়ের কারণে গুরুত্ব দিচ্ছেন সমালোচকরাও। ট্রেলার প্রকাশের পর দর্শকদের সাড়া দেখে সাফল্যের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন নির্মাতাও।  

২২ অক্টোবর ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের নতুন ছবি ‘জিওস্টর্ম’। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের ব্যানারে ডিজাস্টার সায়েন্স ফিকশন-অ্যাকশনধর্মী এ ছবির পরিচালক ডিন ডেভলিন। অভিনয় করেছেন জেরার্ড বাটলার, জিম স্টারগেস, আলেক্সান্দ্রা মারিয়া লারা, অ্যাবি কর্নিশ, রবার্ট শিহান, অ্যান্ডি গার্সিয়া প্রমুখ।  

* ‘জিওস্টর্ম’ এর ট্রেলার: 

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।