চার প্রজন্মের মানুষের গল্প তুলে ধরা হবে আরিয়ানের প্রথম ধারাবাহিক নাটক ‘গল্পগুলো আমাদের’-এ। এরই মধ্যে শুটিং শুরু হয়েছে নাটকটির।
নির্মাতা জানান, নাটকের গল্পের প্রয়োজনে টিশার্ট পরে অভিনয় করেছেন হাসান ইমাম ও দিলারা জামান। গল্পে দেখানো হবে তাদের সময়ের ভালোবাসার ধরন, গতি-প্রকৃতি, ভালোলাগা ও মন্দ লাগা। একইভাবে পরের তিন প্রজন্মের গল্পও থাকছে ধারাবাহিকটিতে।
‘গল্পগুলো আমাদের’ নির্মাণ প্রসঙ্গে আরিয়ান বাংলানিউজকে বললেন, ‘একক নাটক-টেলিছবি তৈরি করতে করতেই চলে গেলো অর্ধযুগ। ধারাবাহিক বানানোর প্রস্তাব নিয়মিতই পাচ্ছি। সত্যি বলতে ধারাবাহিক বানানোর মতো গল্প পাচ্ছিলাম না। এবার সব মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছি। আশা করি, গল্পনির্ভর নাটকটি সবার কাছে উপভোগ্য মনে হবে। ’
আরিয়ানের গল্পভাবনায় নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন অবয়ব সিদ্দিকি মিডি। ‘গল্পগুলো আমাদের’-এ থাকবে একটি শীর্ষসংগীত। এটি লিখবেন ও গাইবেন মিনার রহমান, সংগীতায়োজন করবেন সাজিদ সরকার। এনটিভির জন্য নাটকটি প্রযোজনা করছেন ইরফান উল্লাহ (দৃক)।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসও