কয়েক বছর আগে অবশ্য এক চিত্রপরিচালক সুকুমার রায়ের ‘হযবরল’ নিয়ে ভাবতে শুরু করেছিলেন। কেউ কেউ ‘পাগলা দাশু’কেও পর্দায় আনার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি।
ছোটদের জগতে কিংবদন্তি সাহিত্যিক সুকুমার রায় একপ্রকার ব্রাত্য রয়ে গেছেন চলচ্চিত্র জগতে। দুই বাংলায় এতো ছবি হয়, কেউ সুকুমার রায়কে তুলে ধরতে পারলেন না রূপালি পর্দায়! এবার সেই স্বর্ণখনির সন্ধান পেলো বলিউড।
বলিউডের এক নামি প্রোডাকশন হাউস এবার বাঙালি পরিচালকের হাত ধরেই সুকুমার রায়কে তুলে ধরবেন চলচ্চিত্রে। নবীন পরিচালক অর্ফিউস মুখোটির প্রথম হিন্দি ছবি হবে এটি। সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ গ্রন্থ থেকে ‘কাতুকুতু বুড়ো’ ছড়া অবলম্বনে তৈরি হবে নাম ঠিক না হওয়া ছবিটি।
নির্মাতা বলেছেন, ‘আসলে কবিতাটি ছোটবেলায় বলার সময়ে খুব মজা লাগতো। কিন্তু মজার ভেতরে যে ভয়ানক স্রোতটা ছিলো, সেটার আঁচ পেয়েছিলাম অনেক বড় হয়ে। তাই আমার ছবি হবে ব্ল্যাক কমেডি ঘরানার। ’
ভারতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ওই নির্মাতা আরও জানান, ‘কাতুকুতু বুড়ো’র চরিত্রে দেখা যেতে পারে কিংবদন্তি কোনো অভিনেতাকে।
‘কাতুকুত বুড়ো’ ছড়াটির শুরুর অংশ এরকম—
আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার,
কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার!
সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ী—
কাতুকুতুর কুল্পি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ী৷
কোথায় বাড়ী কেউ জানে না, কোন্ সড়কের মোড়ে,
একলা পেলে জোর ক'রে ভাই গল্প শোনায় প'ড়ে৷
বিদ্ঘুটে তার গল্পগুলো না জানি কোন্ দেশী,
শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশী৷…
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসও