‘সেরা রাঁধুনী ১৪২৪’ নামের রিয়েলিটি শোতে ৭টি আলাদা অঞ্চল থেকে আসা ৪০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হবে। পরবর্তীতে ১৬জনকে নিয়ে স্টুডিও রাউন্ড ও বিভিন্ন ধাপে প্রতিযোগিতা পেরিয়ে একজনকে বেছে নেওয়া হবে, যিনি পাবেন ১৫ লক্ষ টাকার পুরস্কার।
প্রতিযোগিতার মাধ্যমে এমন একজন রন্ধনশিল্পীকে খুঁজে বের করা হবে যিনি শুধু রান্না পরিবেশনাতেই দক্ষ হবেন না, বরং একই সঙ্গে বুদ্ধিদীপ্তভাবে উপস্থাপনের মাধ্যমে তার রেসিপির বিপণনেও পারদর্শী হবেন। পূর্ণিমা মনে করেন তিনি আমি প্রতিযোগিদের বন্ধু হিসেবে তাদের কাছ থেকে এ অনুষ্ঠানের মাধ্যমে কিছু বিষয় শিখতে পারবেন। সেই সঙ্গে নিজের অভিজ্ঞতা, জ্ঞান তাদের সাথে ভাগ করে নিতে পারবেন।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আয়োজিত দেশের অন্যতম সেরা রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী ১৪২৪’-এর তিন বিচারকের একজন হিসেবে পূর্ণিমা চুক্তিবদ্ধ হয়েছেন। প্রতিযোগিতার মূল স্টুডিও রাউন্ডে অভিজ্ঞ শেফ শুভব্রত মৈত্র ও বর্ষীয়ান রন্ধন বিশেষজ্ঞ নাহিদ ওসমানের সাথে মিলে তিনি বিচারকের দায়িত্বপালন করবেন।
নতুন বছরের জানুয়ারি থেকে মাছরাঙা টেলিভিনে ‘সেরা রাঁধুনী ১৪২৪’ অনুষ্ঠানটির প্রচার শুরু হবে।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসও