সুনীলের সঙ্গে সেই ঘটনার পর থেকে নাকি মানসিক প্রশান্তির জন্য অতিরিক্ত মদ পান শুরু করেছিলেন কপিল। সবসময় একা থাকতেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছের এক বন্ধুকে আমাকে তার বাড়িতে থাকতে বলেন। সে মনে করেছিলো, স্থান পরিবর্তন আমার জন্য ভালো হবে। আমি তার ব্যালকনি থেকে বিশাল সমুদ্র দেখতাম। মনে হতো সেখান থেকে লাফ দিই। আমি খুবই হাতাশ ছিলাম। ’
তিনি আরও বলেন, ‘আমি পারফর্ম করতে মঞ্চে উঠতে পারছিলাম না এবং শুটিং বাতিল করে দিচ্ছিলাম। আমি দুশ্চিতায় ভুগছিলাম এবং মদ্যপ অবস্থায় থাকতাম। আমার পোষা কুকুরের সঙ্গে অফিসে বন্ধ অবস্থায় থাকতাম। মানুষ আমার শোয়ে আসা বন্ধ করে দিচ্ছিলো এবং আমি দৃষ্টির বাইরে সরে যাচ্ছিলাম। ’
কপিল জানান, তার সহকর্মীরা কেউই বিষয়টি মীমাংসার জন্য বসতে চাইছিলেন না। বিষয়টিতে ভীষণ কষ্ট পেয়েছেন তিনি। কপিল বলেন, “যদি সুনীল একবার আমাকে জিজ্ঞেস করতো, কেনো আমি এ রকম আচরণ করলাম, আমার এ শো পাঁচ বছর করতে পারতাম। সে আমার মুখোমুখি হয়ে বলতে পারতো, ‘কি সমস্যা? আমি তোমাকে এ রকম কখনও দেখিনি। ’ আমি তাকে এখনও ভালোবাসি। যে ব্যক্তিকে আপনি সবচেয়ে ভালোবাসবেন সে আপনাকে কষ্ট দেবে অথবা আপনি তাদের হতাশ করবেন?”
** ‘ফিরাঙ্গি’ ছবির ট্রেলার
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
বিএসকে