ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পদ্মাবতী’র নতুন রূপ, থ্রিডি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
‘পদ্মাবতী’র নতুন রূপ, থ্রিডি ‘পদ্মাবতী’ ছবির পোস্টার

প্রথম দর্শনেই মুগ্ধ করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তথা ‘পদ্মাবতী’। কী পোস্টার কী ট্রেলার বা গান। ঐতিহাসিক পদ্মাবতীর চরিত্রে ঠিক মানিয়ে গেছেন দীপিকা। এবার নতুন রূপে আবির্ভূত হতে যাচ্ছেন ‘পদ্মাবতী’। ছবিটি থ্রিডি ফরমেটে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে সঞ্জয়লীলা বানশালির একটি ঘনিষ্ঠসূত্র জানায়, ট্রেলারটি প্রকাশের পর দর্শকদের আগ্রহ বেড়ে গেছে। এ কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ভিকম১৮ ছবিটি থ্রিডি ফরমেটে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওই সূত্র আরও জানায়, “সারা বিশ্বে এখন থ্রিডি ছবির চাহিদা বেশি। আমরা আশা করছি ‘পদ্মাবতী’র থ্রিডি ভার্সন বিশ্ববাজারে সফলতা পাবে। ভারত ছাড়াও ৯০টি দেশে মুক্তি দেওয়া হবে ছবিটি। ”

ছবিটির গল্পে দেখানো হবে ছিত্তোরগড় কেল্লায় সৈন্যসামন্ত নিয়ে হাজির হওয়া আলাউদ্দিন খিলজিকে ফিরিয়ে দেন রানী পদ্মিনী। এ চরিত্রে দীপিকা পাড়ুকোন ও আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন সিং চরিত্রে আছেন শহিদ কাপুর। ১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

** ‘পদ্মাবতী’ ছবির ট্রেলার

** ‘ঘুমর’ গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।