উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সারা বিশ্ব থেকে স্থান পাওয়া মোট ৯টি ছবির মধ্যে জসীম আহমেদ নির্মিত এ প্রামাণ্য চলচ্চিত্রটি রয়েছে। উৎসবের ওয়েবসাইটে দেওয়া লাইনআপ থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
এছাড়া উৎসবে আরো সাতটি পূর্ণদৈর্ঘ্য ও চারটি অ্যানিমেশন ফিল্ম মিলিয়ে মোট ২০টি চলচ্চিত্র প্রতিযোগিতা করছে বলে উৎসব আয়োজক সূত্রে জানা যায়।
বাংলাদেশ ছাড়াও ফিলিস্তিন, আমেরিকা, ইতালি, গ্রিস, বেলজিয়াম, জার্মানি, তুর্কি, নরওয়ে ও আর্জেন্টিনার মানবাধিকার বিষয়ক পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে।
কোনো ভয়েসওভার ও ইন্টারভিউ ছাড়া নির্মিত ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ এ ইংরেজি ও ইতালি ভাষার ওপেন ক্যাপশন রয়েছে। ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষার ওপেন ক্যাপশনের কাজও চলছে বলে জসীম আহমেদ জানান।
রোহিঙ্গা শরণার্থী ইস্যু ও তাদের দুর্দশার কথা বিশ্বকে জানাতেই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে বলে প্রযোজনা সূত্রে জানা যায়। সঙ্গীত পরিচালনা ও সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ।
চলচ্চিত্রটির কাহিনির সার সংক্ষেপ: উপরের দিকে তুলে ধরা একজোড়া স্যান্ডেল কাকে দেখাচ্ছে এই রোহিঙ্গা শিশুটি? মায়ানমার সরকার ও সামরিক বাহিনীকে? নাকি রাশিয়া, চীন ও ভারতসহ সুপার পাওয়ারদের- যারা ব্যবসায়িক স্বার্থে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যাকে অন্ধভাবে সমর্থন করছে? নাকি গোটা পৃথিবীর সবাইকে, যারা নৃশংস গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ দেখেও চুপ করে বসে আছে? জানতে হলে চোখ রাখতে হবে এ প্রামাণ্য চলচ্চিত্রে।
জসীম আহমেদ নির্মিত 'দাগ' চলচ্চত্রটি ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নরে প্রদর্শিত হয়। যেটি এখন যুক্তরাজ্যভিত্তিক শর্ট ইন্টারন্যাশনালের মাধ্যমে আমেরিকা ও ইউরোপে মুক্তির অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এএ