ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সেলিম আল দীনের ‘পূত্র’ নিয়ে শিমূল ইউসুফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
সেলিম আল দীনের ‘পূত্র’ নিয়ে শিমূল ইউসুফ সেলিম আল দীন ও শিমূল ইউসুফ (ছবি: সংগৃহীত)

নাট্যাচার্য্য সেলিম আল দীনের লেখা অধিকাংশ নাটকই মঞ্চে নিয়ে এসেছে ঢাকা থিয়েটার। এরই ধারাবাহিতায় এবার আসবে ‘পুত্র’। জনপ্রিয় এই নাট্যদলের নতুন প্রযোজনা হবে এটি। 

২৮ অক্টোবর দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে ‘মঞ্চকুসুম’খ্যাত অভিনেত্রী শিমূল ইউসুফ বলেন, “নতুন নাটকের পরিকল্পনা তো আছেই। সেলিম আল দীনের ‘পুত্র’-এর চিত্রনাট্য তৈরির কাজ চলছে।

শিমূল জানান, ‘পূত্র’র চিত্রনাট্য লিখছেন রুবাইয়াৎ আহমেদ। এর নির্দেশক হিসেবে দেখা যেতে পারে শিমূল ইউসুফ অথবা নাসিরউদ্দিন ইউসুফকে।  

এদিকে ‘বিনোদিনী’ নাটকটি নিয়ে ১২৪ বারের মতো মঞ্চে উঠতে যাচ্ছেন শিমূল ইউসুফ। এক বছর পর এই একক নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে।  

দৃশ্য: ‘বিনোদিনী’আধুনিক বাংলা নাট্যমঞ্চের প্রথম নারী অভিনেত্রী শ্রীমতি বিনোদিনী দাসীর লেখা আত্মজীবনীর আলোকে এর নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসিরউদ্দিন ইউসুফ। ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হবে।

‘বিনোদিনী’ বিশ্বনাট্য অলিম্পিকস ও আন্তর্জাতিক মনোড্রামা উৎসবে মঞ্চস্থ হয় এবং প্রশংসিত হয়। অন্যদিকে নাসিরউদ্দিন ইউসুফের নির্দেশনায় ইংল্যান্ডের বিখ্যাত শেক্সপিয়রস গ্লোব থিয়েটারে মঞ্চায়িত বাংলা ভাষার প্রথম নাটক ‘দ্য টেম্পেস্ট’। আর এর অভিনেত্রী হিসেবে শিমূল ইউসুফও বেশ আলোচিত।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।