২৮ অক্টোবর দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে ‘মঞ্চকুসুম’খ্যাত অভিনেত্রী শিমূল ইউসুফ বলেন, “নতুন নাটকের পরিকল্পনা তো আছেই। সেলিম আল দীনের ‘পুত্র’-এর চিত্রনাট্য তৈরির কাজ চলছে।
শিমূল জানান, ‘পূত্র’র চিত্রনাট্য লিখছেন রুবাইয়াৎ আহমেদ। এর নির্দেশক হিসেবে দেখা যেতে পারে শিমূল ইউসুফ অথবা নাসিরউদ্দিন ইউসুফকে।
এদিকে ‘বিনোদিনী’ নাটকটি নিয়ে ১২৪ বারের মতো মঞ্চে উঠতে যাচ্ছেন শিমূল ইউসুফ। এক বছর পর এই একক নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে।
আধুনিক বাংলা নাট্যমঞ্চের প্রথম নারী অভিনেত্রী শ্রীমতি বিনোদিনী দাসীর লেখা আত্মজীবনীর আলোকে এর নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসিরউদ্দিন ইউসুফ। ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হবে।
‘বিনোদিনী’ বিশ্বনাট্য অলিম্পিকস ও আন্তর্জাতিক মনোড্রামা উৎসবে মঞ্চস্থ হয় এবং প্রশংসিত হয়। অন্যদিকে নাসিরউদ্দিন ইউসুফের নির্দেশনায় ইংল্যান্ডের বিখ্যাত শেক্সপিয়রস গ্লোব থিয়েটারে মঞ্চায়িত বাংলা ভাষার প্রথম নাটক ‘দ্য টেম্পেস্ট’। আর এর অভিনেত্রী হিসেবে শিমূল ইউসুফও বেশ আলোচিত।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসও