উৎসব আয়োজকরা জানান, বিনামূল্যে নিবন্ধন করে এ আয়োজন উপভোগ করতে পারবেন দর্শক-শ্রোতারা। ১ নভেম্বর থেকে অনলাইনে শুরু হচ্ছে নিবন্ধন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী। ছবি: ডেইলি স্টারের সৌজন্যে
আগামী নভেম্বরের ৯ থেকে ১১ তারিখ রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৭’। এ বছর বাংলাদেশসহ ১০টি দেশের ১৪০ জন শিল্পী এ উৎসবে সংগীত পরিবেশন করবেন। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক লোকসংগীত উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উৎসবটির আয়োজন করেছে সান কমিউনিকেশনস।
এবারের উৎসবে বাংলাদেশ ছাড়াও সংগীত পরিবেশন করবেন ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, মালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জাপানের খ্যাতিমান শিল্পীরা। বাংলাদেশের শিল্পী তালিকায় আছেন শাহজাহান মুন্সি, আরিফ দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, শাহনাজ বেলী, শাহ আলম সরকার, আলেয়া বেগম, বাউলা ও বাউলিয়ানা। ভারত থেকে আসছেন নুরান সিস্টার্স ও বাসুদেব বাউল, পাকিস্তান থেকে থেকে মিকাল হাসান ব্যান্ড, নেপালের কুটুম্বা, তিব্বতের তেনজিন চোয়েগাল, ইরানের রাস্তাক, ব্রাজিলের মোরিসিও টিজুমবাহ এবং মালির গ্র্যামিজয়ী ব্যান্ড তিনারিওয়েন।
প্রতিদিন সন্ধ্যা ৬টায় এ উৎসব শুরু হয়ে চলবে রাত ১২টা পর্যন্ত। ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’-এ এবার অংশ নেবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা খ্যাতিমান লোকশিল্পীরা। কিছুদিনের মধ্যেই এ আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবে কর্তৃপক্ষ। ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসও