জানা গেছে, ‘পদ্মাবতী’র জন্য ১৩ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন দীপিকা। অন্যদিকে রণবীর সিং ও শহিদ কাপুর ১০ কোটি রুপি করে পাচ্ছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) মুম্বাইয়ের সুবুরবানে একটি মাল্টিপ্লেক্সে ‘পদ্মাবতী’ ছবির থ্রিডি ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে হাজির হন দীপিকা। এসময় তার পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হলে ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা বলেন, ‘পারিশ্রমিক নিয়ে কথা বলতে উচ্ছ্বসিত নই। আমি যে পরিমাণ অর্থ পেয়েছি তাতে গর্বিত। আপনাকে যে পারশ্রমিক দেয়া হয় তাতে আপনি সন্তুষ্ট। তবে আমাকে সবচেয়ে যে বিষয়টি খুশি করেছে তা হলো- নির্মাতা অনেক অর্থ খরচ করছেন, এমনকি আমাকে নিয়ে পোস্টারও নির্মাণ করেছেন। এটি আমাকে গর্বিত করেছে। ’
তিনি আরও বলেছেন, ‘পরিমাপ, বাজেট ও বিষয়বস্তুর দিক থেকে বিবেচনা করলে এটি অনেক বড় একটি সিনেমা। আমরা আগেও বিভিন্ন সিনেমায় বিভিন্নভাবে নারীদের শক্তিশালী রূপ দেখেছি। আমি মনে করি, নারীদের মহত্ত্ব এই (পদ্মাবতী) সিনেমার মাধ্যমে দেখানো শুরু হচ্ছে। ’
ছবিটির গল্পে দেখানো হবে ছিত্তোরগড় কেল্লায় সৈন্যসামন্ত নিয়ে হাজির হওয়া আলাউদ্দিন খিলজিকে ফিরিয়ে দেন রানী পদ্মিনী। এ চরিত্রে দীপিকা পাড়ুকোন ও আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন সিং চরিত্রে আছেন শহিদ কাপুর। ১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
বিএসকে