তাইকা ওয়াইতিতির পরিচালনায় এ ছবিতে প্রতিবারের মতো এবারও থরের ভূমিকায় থাকছেন ক্রিস হেমসওয়ার্থ। তার পাশাপাশি আরও রয়েছেন কেট ব্ল্যানচেট, টম হিডলস্টোন, ইদ্রিস এলবা, মার্ক রাফালো ও অ্যান্থনি হপকিন্স প্রমুখ।
চমকপ্রদ তথ্য হলো- গত দুই সিক্যুয়েলে দর্শক থরকে যেভাবে দেখেছে, এবার তাকে সেভাবে দেখা যাবে না। লম্বা চুল কেটে ছোট চুলে নতুন রুপে হাজির হয়েছেন থর। এ ছাড়া ‘থর: রাগনারক’-এ দেখা যাবে না থরের ভালোবাসা জেনি ফস্টার ভূমিকায় গত দুই সিক্যুয়েলে অভিনয় করা নাটালি পোর্টম্যানকে। এবার প্রথমবারের মতো হাল্কের মুখে শোনা যাবে কথাও।
২০১১ সালে প্রথম মুক্তি পেয়েছিলো ‘থর’ সিরিজের ছবি। প্রথম দফাতেই দর্শকের মন জিতে নিয়েছিলো ছবিটি। ডলারের বর্ষণ ঘটানো সিরিজের প্রথম ছবি থর আয় করেছিলো প্রায় ৪৫ কোটি ডলার। সিরিজের দ্বিতীয় ছবি মুক্তির চার দিনের মধ্যেই আয় করে ৩০ কোটি ডলারেরও বেশি। ‘থর: রাগনারক’ তাদেরকে ছাড়িয়ে কতোখানি এগিয়ে যেতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
বিএসকে