ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিন দেশে ‘ডুব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
তিন দেশে ‘ডুব’ ‘ডুব’

আলোচিত ছবি ‘ডুব’ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও দর্শকের আগ্রহ ধরে রেখেছে ছবিটি। এটি চলছে দেশের ২০টি প্রেক্ষাগৃহে। ৩ নভেম্বর থেকে ছবিটি দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার দর্শকরা। অন্যদিকে ১১ নভেম্বর অস্ট্রেলিয়া ও ফ্রান্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত যৌথ প্রযোজনার ‘ডুব’ আকৃষ্ট করেছে প্রবাসী বাংলাদেশিদেরও। মালয়েশিয়ার চারটি প্রেক্ষাগৃহে ছবিটি চলছে।

এগুলো হলো টিজিবি জয়া, এমএমসি শাহ সেন্টার পয়েন্ট, টিজিবি কেএলসিসি ও এমএমসি বুকিট জাম্বুল।

অন্যদিকে আগেই জানানো হয়েছে যে, ১১ ও ১২ নভেম্বর সিডনির অবার্নের রিডিং সিনেমাসে ‘ডুব’ ছবির পৃথক দুটি প্রদর্শনী হবে। দেশে মুক্তির আগেই প্রথম দিনের শো-এর সব টিকিট (দাম ২২ ডলার) বিক্রি শেষ হয়ে যায়।  

এ ছাড়া ফ্রান্সের প্রবাসীরা ছবিটি দেখবেন অচিরেই। জানা গেছে, ফ্রান্সের পাবলিসিস সিনেমাসে ১১ ও ১২ নভেম্বর দুটি প্রদর্শনী হবে ‘ডুব’-এর।  

‘ডুব’-এর প্রধান চরিত্রে আছেন ভারতীয় অভিনেতা ইরফান খান, কলকাতার পার্ণো মিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। এর সহ-প্রযোজক ইরফান খান। বহু বিতর্কের পর ২৭ অক্টোবর ‘ডুব’ মুক্তি পায় দেশের ৩৯টি প্রেক্ষাগৃহে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।