২০১৫ সালের জুনে কোচিতে সামনে এসেছিলো ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর পোস্টার। প্রায় ৫১ হাজার ৬০০ বর্গফুটের সেই পোস্টার পেয়েছিলো বিশ্বের সবচেয়ে বড় সিনে পোস্টারের তকমা।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার মোহনবাগান ফুটবল মাঠে উন্মোচন করা হয়েছে ‘আমাজন অভিযান’-এর ৬০ হাজার ৮০০ বর্গফুটের বিশালাকার এক পোস্টার।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, পোস্টারটি লম্বালম্বি রাখলে উচ্চতা হবে ৩২০ ফুট, আর চওড়ায় ১৯০ ফুট। এ পোস্টারটি উচ্চতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, কুতুব মিনার, এমনকি স্ট্যাচু অফ লিবার্টিকেও (৯৩ মিটার) পেছনে ফেলে দেবে।
জানা গেছে, ৮০ জনের কঠোর পরিশ্রমে ৩২টি প্রিন্ট একসঙ্গে ব্যবহার করে তৈরি হয়েছে পোস্টারটি।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
বিএসকে/এসও