শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সমাপনী দিনের শুরুতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গান পরিবেশন করেন আলেয়া বেগম এবং বাউল শিল্পী, গীতিকার ও সুরকার শাহ আলম সরকার।
এর পর মঞ্চে আসেন লোক গানের পরিচিত নাম কুষ্টিয়ার শাহনাজ বেলী।
এছাড়া এদিন ইরানের রাস্তাক, ভারতের বাসুদেব দাস বাউল এবং মালির তিনারিওয়েন গান পরিবেশন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে বাংলাদেশসহ ৮টি দেশের প্রায় ১৪০ জন শিল্পী অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া এই উৎসবের সমাপনী দিন শনিবার।
এর আগে উৎসবের প্রথম দুইদিন বাংলাদেশসহ বিশ্বের খ্যাতনামা লোকসংগীত শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।
উৎসবের প্রথমদিন বাংলাদেশের ফকির শাহবুদ্দিন, বাউলিয়ানা, ব্রাজিলের মোরিসিও টিযুমবা, তিব্বতের তেনজিন চো’য়েগাল এবং ভারতের পাপন সংগীত পরিবেশন করেন।
দ্বিতীয় দিন উৎসবের শুরুতে বাংলাদেশের লোকসংগীত ব্যান্ড বাউলা, লোকসংগীত শিল্পী আরিফ দেওয়ান, শাহজাহান মুন্সী, নেপালের কুটুম্বা, পাকিস্তানের মিকাল হাসান ব্যান্ড এবং ভারতের খ্যাতনামা দুই বোন নুরান সিস্টার্স গান পরিবেশন করেন।
গত দুই বছরের মতো এবারও মেরিল নিবেদিত এ উৎসবের আয়োজন করেন সান কমিউনিকেশস।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসআইজে/এমএ