তিনি জানান, প্রফেসর শঙ্কু তার স্বপ্নের প্রজেক্ট। তবে এতোদিন তা বাস্তবে রূপ দিতে পারেননি।
‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’র গল্প সত্যজিতের ‘নকুড়বাবু ও এল ডোরাডো’ থেকে নেওয়া। এতে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু’র চরিত্রে অভিনয় করবেন শক্তিমান অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় ও নকুড়বাবুর চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায়। আসছে বছরের শুরুতে কলকাতায় এর শ্যুটিং শুরু হবে। আগস্টে ইউনিট উড়াল দেবে ইউরোপ ও ব্রাজিলে। থাকবে জার্মান, ব্রাজিলিয়ান, ব্রিটিশ’স বেশকিছু বিদেশি চরিত্র।
সায়েন্স ফিকশন ধর্মী এই ছবিতে প্রচুর ভিএফএক্স কাজ রয়েছে। পরিচালক সে জাগায় একটুও ছাড় দিতে চান না। সে কারণে কলকাতার পাশাপাশি মু্ম্বই ও চেন্নাইতেও ছবির কাজ করবেন। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ছবিটির মুক্তির সময়ের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
জেআইএম/আইএ