ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বুড়ো হয়ে বিয়ে করতে চাই না: তৌসিফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
বুড়ো হয়ে বিয়ে করতে চাই না: তৌসিফ তৌসিফ ও জারা

সম্প্রতি বিয়ে করার ঘোষণা দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তিন বছর প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসছেন আলোচিত এই অভিনেতা। পাত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ুয়া জান্নাতুল ফেরদৌস জারা।

বিয়ে প্রসঙ্গে শুক্রবার (১ ডিসেম্বর) বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন তৌসিফ মাহবুব। পাঠকদের জন্য সেই কথোপকথন তুলে দেওয়া হলো।

বাংলানিউজ : বিয়ের তারিখ কবে? 
তৌসিফ : আসছে বছর ৯ ফেব্রুয়ারি। ভালোবাসার মাসেই বিয়ে করছি।  

বাংলানিউজ : বিয়ের প্রস্তুতি কেমন চলছে?
তৌসিফ : একটু একটু করে সব গুছিয়ে আনছি। কিছুদিন পর শপিং শুরু করব।

বাংলানিউজ : এতো তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন?
তৌসিফ : আমার কাছে তা মনে হচ্ছে না। সঠিক সময় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমি বুড়ো হয়ে বিয়ে করতে চাই না। যখন আমার সন্তানের তুলনায় আমাকে বৃদ্ধ লাগবে। আর বছর খানেক ধরেই আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। কিছুদিন আগে পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হলো। তাই এখন সবাইকে জানালাম।

বাংলানিউজ : জারার সঙ্গে আপনার কতদিনের পরিচয়?
তৌসিফ : পরিচয় ২০১৪ সালের জুলাইতে। ও (জারা) আমার কাছের কয়েকজন বন্ধুর বন্ধু ছিল। সেখান থেকে দু’জনের চেনা-জানা। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নিয়মিত যোগাযোগ হতে থাকে। এক পর্যায়ে আমাদের সম্পর্ক নতুন গতি পায়। একই বছর অক্টোবরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে।

বাংলানিউজ : আপনাদের মধ্যে বোঝাপড়া কেমন?
তৌসিফ : এক কথায় অসম্ভব ভালো। সম্পর্কের বাইরে আমরা দুজন খুব ভালো বন্ধু। আমি যখন বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সময় পার করি। তখন জারা আমাকে প্রচণ্ড পরিমাণ মানসিক সাহস যোগায়। তাকেও আমি তার সবকাজে সবসময় সাপোর্ট করি।

বাংলানিউজ : সম্পর্কে কখনো বিচ্ছেদ ঘটেছিল?
তৌসিফ : এখনকার সম্পর্কে বিচ্ছেদ খুব স্বাভাবিক ব্যাপার। সেদিক থেকে আমরা খুব লাকি। আমাদের সম্পর্কে একবারও বিচ্ছেদ ঘটেনি। শুরু থেকেই আমরা একসঙ্গেই আছি, ভবিষ্যতেও থাকব।

বাংলানিউজ : আপনার বিয়ের খবরের পর, অনেকে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য করছে।  
তৌসিফ : আমার ৫ বছরের অভিনয় জীবনে বহু ধরেনের মন্তব্য শুনেছি। এখন এসব হজম হয়ে যায়। আমি কী করছি সেটা মুখ্য বিষয়। আমি আমার জায়গা থেকে সবসময় সৎ। তাই কে কী বলল তা গায়ে লাগাই না।

বাংলানিউজ : মিডিয়ায় কাজ করাটা আপনার হবু স্ত্রী কিভাবে দেখেন?
তৌসিফ : আমি মিডিয়াতে কাজ করার প্রায় দুই বছরের মাথায় ওর সঙ্গে সম্পর্ক। সবকিছু জেনেই সে সম্পর্কে জড়িয়েছে। আমি ব্যস্ত থাকার কারণে মাসে মাত্র দুইবার দেখা হয়। তাও সে মেনে নিয়েছে। মিডিয়ায় কাজ করা নিয়ে কখনো আমাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়নি।

বাংলানিউজ : বিয়ে আপনার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে?
তৌসিফ : একদমই না। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার দুইটা আলাদা বিষয়। আমি মনে করি বিয়ের পর আমার ক্যারিয়ার আরও উপরে উঠবে। এমনও হতে পারে আমি এখন ছোট পর্দায় কাজ করছি, বিয়ের পর সিনেমায় কাজ করব। তাই আগে থেকে কিছু ধারণা করা ঠিক হবে না।

বাংলানিউজ : বিয়ের পর আপনার মেয়ে ভক্ত কমতে পারে? 
তৌসিফ : জারার সঙ্গে আমার সম্পর্কের বিষয়টা সবাই শুরু থেকেই জানেন। কারণ আগে থেকেই আমি ফেসবুক থেকে শুরু করে সব জাগায় বিষয়টা ওপেন রেখেছি। যারা আমার অভিনয় পছন্দ করবে তারা সবসময়ই করবে। এ নিয়ে ভক্ত কমার কারণ দেখছি না।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।