ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

নওগাঁয় প্রয়াত শিল্পীদের স্মর‌ণে সঙ্গীতানুষ্ঠান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
নওগাঁয় প্রয়াত শিল্পীদের স্মর‌ণে সঙ্গীতানুষ্ঠান

নওগাঁ: প্রয়াত শিল্পী আব্দুল জব্বার, বারী সি‌দ্দিকী ও নায়ক রাজ রাজ্জাক স্মর‌ণে নওগাঁয় সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় নওগাঁ প্যারী‌মোহন সাধারণ গ্রন্থাগা‌রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জোট নওগাঁ জেলা শাখার সভাপ‌তি মকুল চন্দ্র ক‌বিরাজের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- একু‌শে প‌রিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী ও সা‌বেক সংসদ সদস্য ও‌হিদুর রহমান, গুরুদাস দত্ত, ক‌বি আব্দুস ছাত্তার মণ্ডল প্রমুখ।

আলোচনা সভা শেষে সঙ্গীত পরিবেশন ক‌রেন জয়নাল আ‌বে‌দিন, নুরউল ইসলাম খানসহ স্থানীয় শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।