ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

বছরের শুরুতেই জয়ার ছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
বছরের শুরুতেই জয়ার ছবি জয়া আহসান

নতুন বছরের প্রথম সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন ছবি। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’ নামে ছবিটি মুক্তি পাবে আগামী ৫ জানুয়ারি।

বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছে ছবিটির পরিবেশনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।  

তথ্য মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় নির্মিত চলচ্চিত্রটি অটিস্টিক শিশুর গল্প নিয়ে তৈরি।

জয়া আহসান ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন ফেরদৌস, ডলি জহুর, আহসান হাবিব, রিচি সোলায়মান, সাবেরী আলমসহ অনেকে।  

সিনেমার নির্মাতা জানান, ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে এই ছবি। এতে একজন অটিস্টিক শিশুকে মিউজিক থেরাপির মাধ্যমে সম্পূর্ণ ভালো করে তোলার মতো প্রচেষ্টা দেখা যাবে।

‘পুত্র’ হারুন রশীদের কাহিনিতে চিত্রনাট্য ও সংলাপ করেছেন স্বয়ং নির্মাতা মান্নু নিজেই। এতে জয়া আহসান অভিনয় করেছেন একজন স্কুল শিক্ষিকার চরিত্রে। ছবিটির নির্বাহী প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।